1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবিপ্রবি শিক্ষার্থী খুন
সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ১২:৫২ অপরাহ্ন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবিপ্রবি শিক্ষার্থী খুন

বাংলানিউজএনওয়াই ডেস্ক:
    আপডেট : ২৫ জুলাই ২০২২, ৯:৫৯:২১ অপরাহ্ন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুন হয়েছেন। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজিকালুর টিলার পাশে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। টিলার পাশে বুলবুল আহমেদ (২২) নামের শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেয়।

বুলবুলের বাড়ি নরসিংদী জেলায়। তিনি শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক জানান, সন্ধ্যায় গাজিকালুর টিলায় ছিনতাইকারীরা বুলবুলকে ছুরিকাঘাত করে। সেখান থেকে হাসপাতালে আনা হলে মারা যান বুলবুল।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, আহত অবস্থার বুলবুলকে উদ্ধার করে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে শাবিপ্রবির প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020