1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ছেলের জন্য সোনার বাটি-চামচ নিয়ে এলেন রাজ
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৩৯ পূর্বাহ্ন




ছেলের জন্য সোনার বাটি-চামচ নিয়ে এলেন রাজ

বিনোদন ডেস্ক :
    আপডেট : ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ২:৩৪:৪৫ অপরাহ্ন

বাবা-মার সবচেয়ে আদরের হলো তার সন্তান। তাদের জন্য কত কিছুই না করে বাবা-মা। সবাই চায় তার সন্তান যত্নে থাকুক, আনন্দে থাকুক। তেমনি পুত্র রাজ্যের মুখে ভাত আয়োজনকে স্মরণীয় করে রাখতে অবাক কাণ্ড করলেন ঢালিউড অভিনেতা শরিফুল ইসলাম রাজ। ছেলের জন্য কিনে আনলেন সোনার বাটি-চামচ। যা দেখে উচ্ছ্বসিত তার স্ত্রী পরী মনি।

রাজ-পরীর দাম্পত্য জীবনের বয়স এক বছর থেকে একটু বেশি। তাদের ঘর আলোকিত করে গেল বছরের ১০ আগস্ট জন্ম হয় পুত্র সন্তান রাজ্যের। ছেলের জন্মের পর থেকেই সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে যান রাজ-পরী।

তাদের আনন্দ ভরা সময়ের ছবি আবার পরী তার ভক্তদের জন্য শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা দেখে ভক্তরাও জানাতে থাকেন তাদের মতামত। এবার ছেলের জন্য রাজের কিনে আনা সোনার বাটি-চামচের ছবি নিজের ফেসবুকে শেয়ার করলেন পরী।

তিনি ছবির ক্যাপশনে লেখেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে দুস্টুমিটা খুব মজা করেই করে। এসব ছেলের বাবার কান্ড।’

ভক্তদের কাছে প্রশ্ন রেখে লেখেন, ‘দেখতে সুন্দর না?’ তারপর সোনার বাটি-চামচ নিজের কতটা পছন্দ হয়েছে সেটা জানিয়ে পরী লেখেন, ‘এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020