সিলেটের বিশিষ্ট ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরান ভালো নেই। তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে। তিনি গত ২০ জুন করোনা আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে করোনার উপসর্গ দেখা দিলে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রথমে বাসায় চিকিৎসা গ্রহণ করেন। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তিনি ১৮ জুন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর কোভিড নিশ্চিত হওয়ার পর ২০ জুন শনিবার তিনি করোনার বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৪ নং ওয়ার্ডের ৩ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সিলেটের কবি, ছড়াকার ও সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরানের আশু সুস্থতা কামনা করা হয়েছে। তাছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরানের আশু রোগ মুক্তির জন্য সকলের দু’য়া কামনা করা হয়েছে।
ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরানের অসুস্থতার সংবাদে সহযোগীতার হাত বাড়িয়েছে মনোয়ার-মিনা ফাউণ্ডেশন, সিলেট। সংগঠনের চেয়ারম্যান ও দেশের অন্যতম ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ। তিনি ফাউণ্ডেশনের পক্ষ থেকে ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরানের চিকিৎসার জন্য ৫ হাজার টাকার অনুদান ঘোষণা করেন। ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরানকে চিকিৎসার জন্য 01711-191408 এই নাম্বারে বিকাশ করা যাবে।