1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
জগন্নাথপুরের হাতিরঝিলের আদলে নলজুর সেতু’র কাজ শুরু
বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন




জগন্নাথপুরের হাতিরঝিলের আদলে নলজুর সেতু’র কাজ শুরু

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
    আপডেট : ২৪ মার্চ ২০২৩, ৬:৫৬:১০ অপরাহ্ন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার প্রাণ কেন্দ্রে নলজুর নদীর উপর রাজধানী ঢাকার হাতিরঝিলের আদলে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

শুক্রবার (২৪মার্চ) সকালে পুরাতন সেতুটি ভেঙ্গে ফেলা হয়। এই সেতুটি কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান কিশোরগঞ্জের মেসার্স ভাটিবাংলা এন্টারপ্রাইজ, এ সেতুটি ঢাকার রাজধানী হাতিরঝিল সেতুর আদালে এলজিইডির তত্ত্বাবধানে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। সেতুটি হবে ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১ দশমিক ২৫ মিটার প্রস্থের। সেতুর দুই পাশে ফুটপাত থাকবে। রাতে সেতু ও সেতুর আশপাশের এলাকা আলোকিত করে রাখতে বিশেষ লাইটিং থাকবে। ২০২৪ সালের জানুয়ারী মাসের মধ্যে সেতুটি জনসাধারনের জন্য খুলে দেওয়া হবে। এ সেতুটি ভাঙ্গার ফলে বিকল্প সেতু হিসেবে হেলিপ্যাড এলাকায় নতুন করে ডাইভারশন সেতু দিয়ে চলাচল করতে হবে। অথবা নলজুর নদীর ডাকবাংলো সেতু দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করবে।

জনসাধারন জানান, পৌর শহরের প্রাণ কেন্দ্র পৌর সভার আশে পাশে সব সময় জ্যাম লেগে থাকতো এই সেতুটি কাজ শেষ হলে উপজেলার বাসীর দীর্ঘ দিনের দাবি বাস্তবায়ন হবে। পাশাপাশি পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে। দ্রুত সময়ে ভিতরে সেতুটি কাজ শেষ করা দাবী জানান জনাসাধারন।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, আজ সকাল থেকে সেতুর কাজ শুরু হয়েছে। এই সেতুর বিকল্প হিসেবে জনভোগান্তির এড়াতে ডাকবাংলো ও ডাইভারশন সেতু দিয়ে একমুখী যাতায়াতের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদুই সেতু দিয়ে সকলধরনের ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। ফলে জনসাধারণের দুর্ভোগ কমেছে। আমরা আশা করছি ২০২৪ সালের জানুয়ারী মাসের মধ্যে সেতুটি জনসাধারনের চলাচলের জন্য খুলে দিতে পারবো।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020