1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
জগন্নাথপুরে লাগাতার লোডশেডিং : জনজীবন অতিষ্ঠ
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:৩১ অপরাহ্ন
জগন্নাথপুরে লাগাতার লোডশেডিং : জনজীবন অতিষ্ঠ

বাংলানিউজএনওয়াই ডেস্ক
    আপডেট : ২৪ জুলাই ২০২২, ৯:৫০:৫৯ অপরাহ্ন

জগন্নাথপুর উপজেলা এলাকার বিদ্যুতের লোডশেডিং চরম আকার ধারণ করেছে। লাগাতার এ লোডশেডিং কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দিনে তো বিদ্যুত থাকছে আবার নিচ্ছে এরকম চলছে, সন্ধ্যার পর ঘণ্টাখানেক বিদ্যুত এসে আবার চলে যাচ্ছে। ফলে বিরাজ করছে বিদ্যুতের ভয়াবহ অবস্থা। বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা, ছেলে-মেয়েদের লেখাপড়া ছোটখাটো ব্যবসা-প্রতিষ্ঠান প্রায় বন্ধের পথে। বিদ্যুত ব্যবস্থা ভালো থাকলেও বর্তমানে বিদ্যুতের টানা লোডশেডিং কেন হচ্ছে তা নিয়ে জনগণের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

শনিবার (২৪জুলাই)বিদ্যুৎ এর গ্রাহক ছাহাদ আহমদ জানান,উপজেলার সর্বত্র বিদ্যুৎ এর গ্রাহকেরা মোমবাতি, চার্জার লাইট ও জেনারেটর নির্ভরশীল হয়ে পড়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী

লোডশেডিং নিয়ে শুধু গ্রাহক আতিকুর রহমানের আক্ষেপ রয়েছে তা নয়, এতে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো জগন্নাথপুর। বিদ্যুৎ বিভাগের শিডিউল অনুযায়ী এলাকায় লোডশেডিং দেয়ার কথা এক ঘণ্টা। অথচ কিছু কিছু এলাকায় সারা দিনে তিন থেকে চারবার লোডশেডিং দেয়া হচ্ছে। কোনো কোনো এলাকায় পাঁচবারও লোডশেডিং দেয়া হচ্ছে। বিদ্যুৎ বিভাগের জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আজিজুর রহমান জানান,লোডশেডিং সমস্যা সমাধান হবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020