1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
জনপ্রিয় পরিচালক পার্থিব মামুনের 'বলদা পরিবার এখন সিলেটে' নাটকের শুটিং সম্পন্ন
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন




জনপ্রিয় পরিচালক পার্থিব মামুনের ‘বলদা পরিবার এখন সিলেটে’ নাটকের শুটিং সম্পন্ন

রিপোর্টার
    আপডেট : ১১ আগস্ট ২০২০, ৫:২৩:৪৫ অপরাহ্ন

বিনোদন ডেস্ক:

বর্তমান সময়ের ভাইরাল মুখ বলদা রমজান কে নিয়ে চলছে শুটিং সিলেটে পার্থিব টেলিফিল্ম এর কর্ণধার ও পরিচালক পার্থিব মামুন। বেঙ্গল টাইগার মিডিয়ার কর্ণধার ও পরিচালক অছিউজ্জামান মুরাদ পরিচালিত চলছে কমিডিয়ান ওয়েব সিরিজ দেখতে চোখ রাখুন বেঙ্গল টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজ পার্থিব টেলিফিল্ম। ক্যামেরায় রাজন আহমেদ, সার্বিক সহযোগিতা করেছেন সিলেটের ফ্রিডম প্রোডাকশন হাউজ এর প্রতিষ্ঠাতা নাট্যকার ও অভিনেতা মো. ইমতিয়াজ কামরান তালুকদার। নাটকে অভিনয় করেছেন অভিনেতা ও পরিচালক কামাল আহামেদ দুর্জয়, অভিনেতা শিপন আহমেদ, পরিচালক রুমন আহমেদ রাজ, রমজান (বলদা), রাজন আহমেদ, কামাল আহমেদ।
পরিচালক পার্থিব মামুন বলেন, আপনারা আমাদের পাশে আছেন এবং ভবিষ্যৎতে পাশে থাকবেন। তরুণ পরিচালক অছিউজ্জামান মুরাদ বলেন, আমরা সব সময় আপনাদের ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক আপনারা আমাদের পাশে থাকলে আগামীতে সুন্দর কাজ দিতে পারবো। নাটক বলদা পরিবার এখন সিলেটে। সিলেট শহরের মধ্যে সুন্দর মনোরম লোকেশনে শুটিং সম্পন্ন হয়। নাট্যকার ও অভিনেতা মো. ইমতিয়াজ কামরান তালুকদার বলেন, সিলেটে নাটকের শুটিংয়ের লোকেশন নির্বাচন করায় পরিচালক ও প্রযোজক কে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020