1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ও সভা
শনিবার, ১০ জুন ২০২৩, ০১:০৬ অপরাহ্ন




জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ও সভা

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ৭:০৪:৪৯ অপরাহ্ন

জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, শ্রেণিভিত্তিক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ইকতার খান, সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানূরাগী সদস্য মো. ছয়েফ খান, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও বিদ্যালয় ম্যানিজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আফজল সিরাজ পাবেল, অভিভাবক সদস্য সোলেমান মিয়া, মির্জা দুলাল আহমদ, শওকত আলী।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বিধান রঞ্জন ধর, ডালিয়া শাহানা, শিপ্রা রায়, কামরুন নাহার শাপলা, সপ্না পাল, দিপংকর রায়, মাছুম আহমদ, বুশরা খানম, মোশারফ হোসেন, খালেদা আক্তার, শারমিন জাহান প্রমুখ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020