1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২, ০৬:৩৮ অপরাহ্ন
জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সুনামগঞ্জ প্রতিনিধি
    আপডেট : ১৩ আগস্ট ২০২২, ৮:৪৮:০৭ অপরাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হয়েছে সুনামগঞ্জে।

শনিবার ( ১৩ আগস্ট ) বিকালে সুনামগঞ্জ পৌরসভা চত্ত্বরে আয়োজিত প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নোমান বখত পলিন এই প্রতিযোগিতার আয়োজন করেন।

তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।.এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরো ১৭৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে বিশেষ পুরস্কার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. চান মিয়া, নজরুল ইসলাম সেফু, সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ, শফিকুল ইসলাম, সৈকতুল ইসলাম শওকত, শহরিয়ার আহমদ রিগান প্রমুখ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020