১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি প্রদান। আজ শনিবার সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সকাল সাড়ে এগার টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালমা বাসিত, সাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর এডভাকেট সালমা সুলতানা, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার চেয়ারম্যান হেলেন আহমদ, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মাধুুরী গুণ, এডভোকেট নুরুন্নাহার, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সুষমা সুলতানা রুহি, সাহিদা তালুকদার, রোকনাসানা পারভীন প্রমুখ।