সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেন শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুইদিন ব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে লাখেরপাড় সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় সমন্বয় পরিষদ জাফলং এর ব্যবস্থাপনায় হামিদা আলী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক সরোয়ার হোসেন ছেদু। যুবনেতা রমজান মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ইমরান হোসেন সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা ইসমাইল হোসেন সুরুজ, বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, লাখেরপাড় সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলী।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া আক্তার, ইউপি সদস্য আব্দুল আওয়াল, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, আরএম কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক কোমল উদ্দিন, লাখেরপাড় সমাজ কল্যাণ যুব সংঘের সহ-সভাপতি আক্কাস আলী প্রমুখ।
৪-৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় পূর্ব জাফলং ইউনিয়নের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কিন্ডারগার্টেন স্কুলসহ মোট ৪৩ জন শিক্ষকরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।