1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
জামায়াত আমিরসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন




জামায়াত আমিরসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ৩:৩১:৪৩ অপরাহ্ন

সদ্য গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানার নাশকতার এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জানান, এদিন মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ছিল। আসামিরা দীর্ঘদিন যাবৎ আদালতে হাজির না হয়ে সময় আবেদন করেন। আজও আসামিদের পক্ষ থেকে সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২০১২ সালে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে উত্তরা-পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়।

প্রসঙ্গত, সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম শফিকুর রহমানকে গ্রেপ্তার করে। পরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরআগে এ মামলায় শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020