সাগরনাল ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের একজন সদস্য একই সাথে ইউপি সদস্য এবং ইউনিয়ন আনসার-ভিডিপির মহিলাদল নেত্রী হিসাবে ভাতা গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় একজন বাসিন্দা। স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান খান মোবারকের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাগরনাল ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ইউনিয়ন আনসার ভিডিপি এর মহিলাদল নেত্রী রোসনা বেগম দীর্ঘদিন যাবত মহিলা সদস্য ও আনসার ভিডিপির দায়িত্ব পালন করছেন এবং একসাথে দুটি সরকারি ভাতা গ্রহণ করছেন। অভিযোগকারী আসাদুজ্জামান খান মোবারক বলেন, একজন দায়িত্ববান নাগরিক হিসেবে, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি। এ বিষয়ে অভিযুক্ত রোসনা বেগম বলেন, ইউনিয়ন পরিষদের ভাতা আমি নিয়মিত পাই। তবে আনসার ভিডিপি এর ভাতা কাজ করলে পাওয়া যায়। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য আনসার ভিডিপি উপজেলা কমান্ডারকে দায়িত্ব দেওয়া হয়েছে।