মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সমাজ পরিবর্তন ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪ সফল নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে তাদেরকে পুরস্কার ও সবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জয়িতা পুরষ্কার অর্জনকারী ৪ সফল নারী হচ্ছেন অর্থনীতিতে রেশমা আক্তার, শিক্ষা ও চাকুরীতে হোসনে আরা চৌধুরী, সফল জননী ঝর্না রানী দেবনাথ, সমাজ পরিবর্তনে তাহমিনা আক্তারকে বিভিন্ন ক্ষেত্রে জয়িতা প্রাপ্ত নারীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত হবিগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোঃ সুজাউদ্দৌলা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি রনজিত কুমার নাথ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু প্রমুখ।