মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় পুলিশের অভিযানে এক জুয়াড়ি আটক করা হয়েছে। উপজেলার ০৭ নং ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও এলাকায় ২৭ আগস্ট রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে লিলু মিয়া (৫৫) কে গ্রেফতার করে জুড়ী থানা পুলিশ। অভিযানকালে অপর জুয়ারি নূরুল ইসলাম(৩৮), মুছা(৩৫), মোঃ নুনু মিয়া(৫০), হাবিবুর রহমান হবিব(৪৫) এবং সোহাগ (৩৫) পালিয়ে যায়।
জুয়াড়ি আটকের খবর নিশ্চিত করে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন,জুয়ার আসর থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, নগদ টাকা, মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় ওসি আরো বলেন,এই ঘটনায় জুয়া আইনে মামলা রুজু প্রতিক্রিয়াধীন রয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।