1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
জুড়ীতে মাদকবিরোধী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বুধবার, ৩১ মে ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন




জুড়ীতে মাদকবিরোধী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম,জুড়ী
    আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২:২৭:৪৯ অপরাহ্ন

৪ সেপ্টেম্বর বিকেলে বেলাগাঁও কন্টিনালা রেলব্রিজ সংলগ্ন সচেতন এলাকাবাসীর আয়োজনে দৈনিক সকালের সময়ের জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলামের পরিচালনায় ও জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে এক মাদকবিরোধী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, দৈনিক প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন, দৈনিক ভোরের কাগজ জুড়ী প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, জয়যাত্রা টিভির জুড়ী প্রতিনিধি হারিছ মোহাম্মদ, জুড়ী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,আমার সিলেট নিউজ ডটকমের জুড়ী প্রতিনিধি আবুল হোসেন লিটন, রাইসা ট্রাভেলস এর স্বত্বাধিকারী মোরশেদ আলম ময়না, ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, মোঃ আসাদুজ্জামান, নুরুল হক, আব্দুর রহিম, ইউসুফ খা, আকবর আলী, আবু তাহের, আইডিয়াল স্পোর্টিং ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হেলাল আহমেদ, মোশারফ হোসেন, ফাহিম আহমদ, তাহের, রমজান, মুজিবুর, আমির, আরিফ, শাহজাহান, মনির হোসেন, আলী আব্বাস,জুয়েল, ইব্রাহিম, রোমান, মেহরাজ, মোতালেব, আলামিন, মাহবুল, রুহুল আমিন, শিমুল সহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রর্তী বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। মাদক কারবারী ও মাদক সেবীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী নভেম্বর মাসের মধ্যে জুড়ী উপজেলা কে আমরা মাদক মুক্ত করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে।

প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বলেন, মাদক একজন ব্যক্তি কে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। মাদকসেবনকারী ও মাদক বিক্রেতা আমাদের সমাজ তথা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে।মাদক থেকে আমাদের যুব সমাজকে দূরে রাখতে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
মাদকবিরোধী এ সভায় সার্বিক সহযোগিতা করেন আইডিয়াল স্পোর্টিং ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020