1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
জুড়ীতে সড়ক পরিদর্শন করলেন পরিবেশমন্ত্রী
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:০৮ অপরাহ্ন




জুড়ীতে সড়ক পরিদর্শন করলেন পরিবেশমন্ত্রী

জুড়ী প্রতিনিধি:
    আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ৮:৪৪:৫৩ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও হতে রাবার ড্যাম পর্যন্ত পাকা সড়কের গরেরগাঁও-কাটানালারপার অংশে সম্প্রতি বিশাল নদী ভাঙন দেখা দেয়। বিষয়টি সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হয় স্থানীয় সাংসদ ও সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির। মন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে পরের দিনই শুরু হয় ওই সড়কের মেরামতের কাজ।

মন্ত্রী সরকারি সফরে এলাকায় এসে শনিবার (১ এপ্রিল) দুপুরে ওই সড়ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজটি দ্রুত শেষ করার তাগিদ দেন। এছাড়াও মন্ত্রী এসময় এই সড়কটিকে রক্ষায় বড় ধরনের প্রকল্প দেয়ার আশ্বাস দেন।

জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও হতে রাবার ড্যাম পর্যন্ত পাকা সড়কের গরেরগাঁও অংশে বিশাল নদী ভাঙন দেখা দেয়। ভাঙনের ফলে জুড়ী নদীতে পুরো সড়কটি বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। সড়কে ভাঙন দেখা দেয়ায় এ সড়কে চলাচলকারী হাজার হাজার সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়ে। পরে সড়কটির ভাঙন দ্রুত মেরামত করতে তাৎক্ষণিক নির্দেশনা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রীর নির্দেশের পর বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকেই এ সড়ক সংস্কারে কাজ শুরু করে উপজেলা প্রশাসন। পরে শনিবার ১ এপ্রিল দুপুরে ওই সড়ক পরিদর্শন করেন মন্ত্রী নিজেই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জেলা পরিষদের সদস্য মো. বদরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী প্রমুখ।

এদিকে এ বিষয়ে গত ২৯ মার্চ ভোরের কাগজে “জুড়ীতে নদী ভাঙ্গনে বিলীনের পথে সড়ক” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরদিন ৩০ মার্চ ভোরের কাগজে “জুড়ীতে পরিবেশমন্ত্রীর নির্দেশে সড়কের কাজ শুরু” শিরোনামে আরো একটি সংবাদ প্রকাশিত হয়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020