‘সততা স্টোরে’র বৈশিষ্ট্য হলো এসব স্টোরে সব ধরনের শিক্ষা উপকরণ থাকবে, এগুলোর মূল্য তালিকা থাকবে, ক্যাশ বাক্স থাকবে; তবে দোকানে থাকবে না দোকানি কিংবা সিসি ক্যামেরা। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনে মূল্য তালিকা দেখে প্রয়োজনীয় টাকা ক্যাশ বাক্সে রেখে যাবে। এমন একটি সততা স্টোর চালু হলো মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে। জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই সততা স্টোর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দিত।
সততা স্টোর উদ্বোধন উপলক্ষে বুধবার (৩১ আগস্ট) জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক এস.এম মফিদুল ইসলাম।
জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বিজন চন্দ্র দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান, দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক নূর আলম সাদি, জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা দুর্নীতি প্রতিরােধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিএম বদরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি পশ্চিমজুড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাজী আমজাদ হোসেন, তৈমুছ আলী এমপি স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক ইমরুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন। একই দিন দুপুরে উপজেলার ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর পরিদর্শন ও সততা সংঘের শিক্ষার্থীদের সাথে মতবিনিবার সভা করেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক এস.এম মফিদুল ইসলাম।