1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
জুড়ী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা
রবিবার, ০২ অক্টোবর ২০২২, ০২:১৬ পূর্বাহ্ন
জুড়ী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা

জুড়ী প্রতিনিধি
    আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ৯:১০:৩৩ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার জুড়ীতে “জুড়ী প্রেসক্লাবের” নির্বাহী কমিটির সভা সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি তানজির আহমেদ রাসেল।

এ সময় বক্তব্য রাখেন জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, সহ সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি ইমরানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক ও ডেইলি অবজারভার প্রতিনিধি মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক আনন্দবাজার প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক ও সমাজচিত্রের সম্পাদক সম্পাদক আব্দুস সবুর, সাধারণ পরিষদের সদস্য ও দৈনিক আমাদের সংগ্রাম প্রতিনিধি মাইকেল নংরুম প্রমুখ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020