1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২, ০৪:৫২ পূর্বাহ্ন
জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

জুড়ী উপজেলা প্রতিনিধি
    আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ৫:০৬:৩৩ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) রাতে থানার কনফারেন্স রুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমদ রাসেল (দৈনিক মানবজমিন ও এনটিভি প্রতিনিধি)। সঞ্চালনা করেন জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন (দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি)।

মতবিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন, মাদক কারবারি সহ সকল অপরাধিদের দমনে আমরা কঠোর অবস্থানে আছি। এ সময় তিনি দায়িত্ব পালনে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন থানার সিনিয়র অফিসার এসআই সৈয়দ আব্দুল মান্নান, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য কল্যাণ প্রসূন চম্পু (দৈনিক প্রথম আলো প্রতিনিধি), সহ সভাপতি এমএম সামছুল ইসলাম (দৈনিক সংগ্রাম প্রতিনিধি), সহ সভাপতি এবিএম নুরুল হক (দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি), সহ-সভাপতি হারিস মোহাম্মদ (আমার দেশ প্রতিনিধি), সহ সভাপতি ইমরানুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার (দৈনিক আনন্দবাজার প্রতিনিধি), দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম (মাই টিভি, দৈনিক সকালের সময়, ডেইলি অবজারভার প্রতিনিধি), অর্থ সম্পাদক হাবিবুর রহমান খাঁন (দৈনিক সিলেট মিরর প্রতিনিধি), প্রেসক্লাব সদস্য- জাহিদুল ইসলাম জায়েদ (বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি), খোরশেদ আলম (দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি), মাহফুজুল ইসলাম (জেটিভি প্রতিনিধি), দেলাওয়ার হোসেন (ঢাকারিপোর্ট২৪.কম প্রতিনিধি), আদনান চৌধুরী ( সিলেট বিডি নিউজ ২৪ লাইভের সহ- বার্তা সম্পাদক), মাহমুদ উদ্দিন মাহমুদ (নিউজ অফ সিলেটের প্রকাশক) প্রমুখ।

 
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020