1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ আজ
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন




জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ আজ

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১:২৪:২৬ পূর্বাহ্ন

জেলা পরিষদে ৫৯ জন চেয়ারম্যানসহ নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ আজ সোমবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) দুপুর ১২টায় অনুষ্ঠেয় এই শপথ অনুষ্ঠান প্রধানমন্ত্রী জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়াবেন। প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচিতে শপথ অনুষ্ঠানের কথা রয়েছে।

জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

উল্লেখ্য, তফসিল ঘোষিত ৬১টি জেলা পরিষদের মধ্যে ৫৭টির নির্বাচন গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। ভোলা ও ফেনী জেলার সব কয়টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন পড়েনি। অপরদিকে আদালতের নিষেধাজ্ঞা থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলার ভোট স্থগিত হয়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020