জৈন্তাপুরের বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়াদের আবাসস্থল মোকামপুঞ্জি শ্রীপুর চা বাগান পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ও তার পরিবারের সদস্যবৃন্দ। শনিবার সন্ধায় সিলেটের জৈন্তাপুর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়াদের আবাসস্থল মোকামপুঞ্জি , শ্রীপুর চা বাগান পরিদর্শন শেষে দি ওয়ার জৈন্তিয়া রিসোর্ট অ্যান্ড পার্কে খাসিয়া সম্প্রদায়ের নৃত্যশিল্পীদের পরিবেশনা উপভোগ করেন।
এসময় তাদের কে ফুল ও পান-সুপারির মালা দিয়ে বরণ করে নেয় আদিবাসী নেতা হেনরি লামিন ও খাসিয়া সম্প্রদায়ের নৃত্যশিল্পীরা। পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার সাদাত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব’র একান্ত সচিব শেখ শামসুল আরেফীন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, মোঃ তানভীর হোসেন, সহকারী কমিশনার ভূমি রীপামণি দেবী, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, টুরিস্ট পুলিশ জাফলং জোন ইনচার্জ রতন শেখসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে খাসিয়া সম্প্রদায়ের সাংস্কৃতিক উন্নতিকল্পে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসন জৈন্তাপুর এবং উপজেলা প্রশাসন গোয়াইনঘাটের কর্মকর্তাবৃন্দ, পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।