সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে জৈন্তাপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম জোনা কংলা (৩৬)। তিনি ভারতের আসাম প্রদেশের মেঘালয় রাজ্যের জৈন্তাহিল জেলার মুক্তাপুর হাওয়াই বস্তির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় জৈন্তাপুর বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক জোনা কংলাকে আটক করা হয়। এ সময় বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠালে করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে জোনা কংলা বাংলাদেশে প্রবেশ করে। অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশ বিরুদ্ধে মামলা করে।