1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
জয়া সেনকে নিয়ে বিরূপ মন্তব্য : আ'লীগ কর্মীর বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা!
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ন




জয়া সেনকে নিয়ে বিরূপ মন্তব্য : আ’লীগ কর্মীর বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা!

দিরাই প্রতিনিধি :
    আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪২:০৩ পূর্বাহ্ন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সুনামগঞ্জের দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে উদ্দেশ্য করে বিরুপ মন্তব্য করার অভিযোগে আওয়ামীলীগ সমর্থকের বিরুদ্ধে শাল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন যুবলীগ নেতা । বিরুপ মন্তব্যকারী এস এম শামীম শাল্লা উপজেলার আটগাওঁ গ্রামের জাবেদ মিয়ার ছেলে । রোববার (১২ ফেব্রুয়ারি) শাল্লা থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে যুবলীগের নেতা অরিন্দম চৌধুরী অপু।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় এস এম শামীম তার নিজ ফেইসবুক আইডিতে লিখেন,‘কত বড় নির্লজ্জ সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ! তারপরও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। মনে হয় যেন দিরাই-শাল্লা তার বাপ-দাদার সম্পত্তি’। এই পোস্ট নিয়ে দিরাই-শাল্লাসহ দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই পোস্টে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করে সংসদ সদস্যের সম্মান ক্ষুন্ন করা হয়েছে। তাছাড়া শামিম বিভিন্ন সময়ে সরকারবিরোধী বাজে মন্তব্য করে এলাকায় সংঘাত সৃষ্টি করে। শুধু তাই নয়, আওয়ামী লীগের পদদারী নেতাদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুৎসা রটিয়ে সম্মানহানি করা তার (এস এম শামীমের) কাজ।

অভিযোগকারী যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু জানান, এস এম শামীম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আওয়ামী লীগ নেতাদের টার্গেট করে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালান। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। আমাদের সাংসদকে নিয়ে তার ফেসবুক আইডিতে বাজে পোস্ট করেছেন। যার ফলে আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন, আমাকে উদ্দেশ্য করে যে পোস্টটি দেয়া হয়েছে এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়ার জন্য থানায় অভিযোগ দেয়া হয়েছে।

পোস্টকারী এস এম শামীম বলেন, আমি কোন সংসদ সদস্যকে ইঙ্গিত করে কোনো পোস্ট দেইনি। ড. জয়া সেনগুপ্তা একজন সম্মানী ব্যক্তি, উনার সাথে আমার কোনো বিরোধ নেই। আমি কোনদিন জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমরা পারিবারিক ভাবে আওয়ামী লীগের লোক।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এমপি মহোদয়কে নিয়ে কটূক্তি করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020