পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সফলতা ধরে রেখেছে জয়ীতা রায় জয়ী। সে চলতি বছর সিলেট মুরারী চাঁদ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন A+ পেয়েছে। জয়ী এর আগে পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষায়ও গোল্ডেন A+ পেয়ে কৃতীত্বের স্বাক্ষর রাখে। নিয়মিত পড়াশোনার বাহিরে সঙ্গীত চর্চা ও সায়েন্স ফ্রিকশন বিষয়ে বই পড়তে ভীষণ আগ্রহী।
জয়ীর পিতা ব্যবসায়ী দিনবন্ধু রায় দীপক এবং মাতা গৃহিনী পূর্ণিমা চক্রবর্তী লিপি। জয়ী পৃথিবীর পাঠশালা থেকে অনুপ্রেরণা নিয়ে, জল-মাটির ঘনিষ্ট থেকে আলোকসন্ধানী মানবিক মানুষ হতে চায়।