প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি পালন
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন কেক কেটে পালন করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা।
বুধবার (২৭ জুলাই) দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত ‘বঙ্গবন্ধু ম্যুরালে’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে রসময় মেমোরিয়েল হাই স্কুলের শিক্ষার্থীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটা হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পিযুষ কান্তি দে, জালাল উদ্দিন, সতীষ দেবনাথ ঝন্টু, জলিল আহমদ লিটন, জাহসিন আহমদ রিজু, আজির উদ্দিন, সম্পাদকীয় সদস্য ইফতেখার হোসেন মনি, উজ্জ্বল দে, আকবর হোসেন লাভলু, সাজ্জাদুর হক সাজ্জাদ, টিপু দত্ত পুরকায়স্থ, সাইফুদ্দিন আহমদ সাবের, অলিউর রহমান অলি, ডা. বিভাংশু গুন, কার্যকরী সদস্য প্রভাষক বদরুল আলম, আতিকুর রহমান সাজ্জাদ, মাহমুদুর রহমান সুজন, এস জামান জুনেদ প্রমুখ।