বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স। সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বি।
৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। আর মাত্র ১টি জয় পেলেই প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হবে সিলেটের।
অন্য দিকে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়ে নিয়ে সিলেটের মুখোমুখি হচ্ছে খুলনা। ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে খুলনা।