1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন




টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক:
    আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২:০৮:৫৯ অপরাহ্ন

টানা তৃতীয়বার টস জিতলেন লিটন দাশ। এবার টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ব‌্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের শেষ ওয়ানডে শুরু হয়েছে দুপুর ১২টায়।

ঢাকায় প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ‌্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এর আগেও একবার সিরিজ জিতেছিল বাংলাদেশ। কিন্তু হোয়াইটওয়াশের স্বাদ পায়নি। এবার কি ভারতকে ৩-০ ব‌্যবধানে হারাতে পারবে বাংলাদেশ? প্রশ্নটা মিলিয়ন ডলারের।

বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে এসেছেন ইয়াসির আলী রাব্বী। এছাড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে নেওয়া হয়েছে। ভারতীয় দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। রোহিত শর্মার পরিবর্তে খেলছেন ইশান কিশান। দীপক চাহারের জায়গায় খেলছেন কুলদ্বীপ যাদব।

বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে ৩২টি। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে ১৬ বার। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে তিনবার, নিউ জিল্যান্ডকে দুইবার ও পাকিস্তানকে একবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে। এছাড়া জিম্বাবুয়েকে সর্বোচ্চ পাঁচবার হোয়াইটওয়াশ করার রেকর্ডও আছে। তবে ভারতকে হোয়াইটওয়াশ করতে পারলে তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য হবে বলেই মনে করছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট।

হোয়াইটওয়াশ অসম্ভব নয়। তবে ভারতের বিপক্ষে টানা ম্যাচ জিততে নিজেদের স্নায়ু স্থির রাখার পাশাপাশি সেরা ক্রিকেট খেলতে হবে। চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফরে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার কি বাংলাদেশের পালা?

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ভারতীয় একাদশ
শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।

 




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020