1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
টানা ১০০ দিন নিউজিল্যান্ডে নতুন করে কোনও মানুষের মাঝে করোনাভাইরাস শনাক্ত হয়নি
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:০৬ অপরাহ্ন




টানা ১০০ দিন নিউজিল্যান্ডে নতুন করে কোনও মানুষের মাঝে করোনাভাইরাস শনাক্ত হয়নি

রিপোর্টার
    আপডেট : ০৯ আগস্ট ২০২০, ৬:৫৪:৫৮ পূর্বাহ্ন

টানা ১০০ দিন নিউজিল্যান্ডে নতুন করে কোনও মানুষের মাঝে করোনাভাইরাস শনাক্ত হয়নি। দেশটির স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালইক অ্যাশলি ব্লুমফিল্ড বলেন, ১০০ দিন করোনার সংক্রমণ না থাকা একটি উল্লেখযোগ্য মাইলফলক। তবে এতে আমাদের আত্মতুষ্ট হওয়া যাবে না।সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করার সময় এদের দেহে করোনা শনাক্ত হয়। আর এরপরই ওইসব করোনা রোগীদেরকে আইসোলেশনে পাঠানো হয়।

নিউজল্যান্ডে এ পর্যন্ত ১ হাজার ২১৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ২২ জন।উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। দেশটিতে গত ১ মে সর্বশেষ করোনা রোগী শনাক্ত করা হয়। করোনার প্রকোপ দেখা দেওয়ার পর গত ১৯ মার্চ সীমান্ত বন্ধ করে দেয় নিউজিল্যান্ড। করোনা নিয়ন্ত্রণে সফলতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রশংসিত হয়েছে দেশটি।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020