1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
টিকটক ভিডিও করতে না দেওয়ায় ১০ বছরের শিশুর আত্মহত্যা
বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০৮:০৩ অপরাহ্ন
টিকটক ভিডিও করতে না দেওয়ায় ১০ বছরের শিশুর আত্মহত্যা

বাংলানিউজএনওয়াই ডেস্ক
    আপডেট : ২৯ জুলাই ২০২২, ১০:১১:১১ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে টিকটক করতে না দেওয়ায় সাজ্জাদ হোসেন হিমেল (১০) নামের এক শিশু আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে জানানো হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাজ্জাদ রাখালিয়া গ্রামের কাতার প্রবাসী মো. খোকনের ছেলে।

পরিবার সূত্র জানায়, টিকটক ভিডিও করতে সাজ্জাদ তার মা রুমি আক্তারের কাছে মোবাইল ফোন চায়। কিন্তু মা তাকে ফোন দেননি। ঘরে তালা দিয়ে তাকে আটকে রেখে তিনি গোসল করতে যান। গোসল থেকে ফিরে দরজার তালা খুলে ঢুকলেই দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আছে সাজ্জাদ। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাজ্জাদের মা রুমি আক্তার জানান, টিকটক ভিডিওতে সাজ্জাদ একজন মেয়ে মডেলের আত্মহত্যার ভিডি দেখতো। সাজ্জাদও ওইরকম ভিডিও বানানোর জন্য ফোন চেয়েছিল। তার দাবি ছিল আত্মহত্যার চেষ্টার ভিডিও বানালে সে মারা যাবে না। কিন্তু তিনি তাকে ভিডিও বানাতে দেননি। এজন্য ফের সে মোবাইল চাইলে ভয়ে দেওয়া হয়নি। পরে গলায় ফাঁস নেয়। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। তার চিকিৎসার সুযোগ ছিল না।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, শিশুটি আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ ছিল না। এজন্য আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020