সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে উত্তাল সিলেট নগর।
শনিবার দুপুরে এ দাবিতে নগরের টিলাগড়ে এমসি কলেজের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। আর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বিক্ষোভকারীরা ধর্ষক ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানান। একই সাথে তাদের শেল্টারদাতাদেরও শাস্তির আওতায় আনার দাবিও করেছেন।