1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
টুকেরবাজারে অগ্নিকাণ্ড : ক্ষতি ৮ লক্ষাধিক টাকা
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২, ০৪:২১ পূর্বাহ্ন
টুকেরবাজারে অগ্নিকাণ্ড : ক্ষতি ৮ লক্ষাধিক টাকা

স্টাফ রিপোর্ট::
    আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ৮:১৮:১০ অপরাহ্ন

সিলেট সদর উপজেলার টুকেরবাজার পীরপুর এলাকায় বসতঘরে আগুন লেগে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টুকেরবাজার ইউনিয়নের মেম্বার এনাম।

তিনি বলেন- ‘আমার ওয়ার্ডের পীরপুর গ্রামের শাহান মিয়ার টিনশেড ঘরে আগুন লেগে যায়। এসময় আগুন পার্শ্ববর্তী আরও ৪-৫ টি ঘরে ছড়িয়ে পরে। পরে স্থানীয়দের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ৭-৮ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।’

এ ব্যাপারে ফায়ার সার্ভিস, সিলেট সদরের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন- ‘আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।’
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020