সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়া কোনো ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার সমিতি সিলেট। রোববার (৪সেপ্টেম্বর) সিলেটের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার সমিতির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সভাপতি নিরেশ দাস ও সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের নির্মাণ সামগ্রী দামের উর্ধ্বগতিতে করণীয় বিষয়ে সম্মেলন হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কোনো টেন্ডার প্রক্রিয়া কোনো ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ না করার জন্য।
পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত তা মেনে চলার জন্য আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।