1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ট্যাগ লাগানো হবে চাঁপাইনবাবগঞ্জের জিআই আমে
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন




ট্যাগ লাগানো হবে চাঁপাইনবাবগঞ্জের জিআই আমে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
    আপডেট : ২৫ মে ২০২৩, ৭:৫৪:১৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের ভৌগলিক নির্দেশক পণ্য (জিআই পণ্য) ক্ষীরশাপাতি ও ফজলি আমে জিআই ট্যাগ ব্যবহার করতে পারবেন জেলার নিবন্ধিত আম চাষীরা। দেশে ও বিদেশে আমের বাণিজ্যিকীকরণে তৈরি হবে চাঁপাইনবাবগঞ্জের ব্রান্ডিং। দেশ-বিদেশের ভোক্তারা পাবেন চাঁপাইনবাবগঞ্জের উৎপাদিত প্রকৃত ক্ষীরশাপাতি ও ফজলি আমের স্বাদ উৎপাদিত আমের চাহিদা বাড়বে, বাড়বে আমের মূল্যমান। এতে আম চাষীরা হবেন লাভবান ।

চাঁপাইনবাবগঞ্জের ভৌগলিক নির্দেশকপণ্য বাণিজ্যিকীকরণে চ্যালেঞ্জ সমূহ উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্প মন্ত্রনালয়ের পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন, পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। আলোচনায় অংশ নেন, ডেপুটি রেজিস্ট্রার মো. জিল্লুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক হর্টিকালচার গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. কামরুল ইসলাম । আরও উপস্থিত ছিলেন, পেটেন্ট ডিজাইন ও ট্রেডমারকস অধিদপ্তরের এক্সামিনার মো.বেলাল হোসেন, সহকারী রেজিস্ট্রার কৌশিক উদ্দিন, এক্সামিনার নীহার রঞ্জন বর্মণ ও জেলার শতাধিক আমচাষী।

সেমিনারে চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য ক্ষীরশাপাতি ও ফজলি আমের ব্রান্ডিং তৈরি করতে আম চাষীদের নিবন্ধন কার্যক্রম শুরু করা হয় ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020