1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ট্রলার ডুবির ঘটনায় আরও দুই পরিবারকে আর্থিক অনুদান
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন




ট্রলার ডুবির ঘটনায় আরও দুই পরিবারকে আর্থিক অনুদান

অনলাইন ডেস্ক:
    আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১:৪৬:০৮ অপরাহ্ন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়নের রাজানগর গ্রামের সামনে গুমাই নদীতে ট্রলার ডুবিতে রতন মিয়া ও মনিরার মরদেহ উদ্ধারের খবর পেয়ে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা প্রশাসকের পক্ষ থেকেই দুটি পরিবারকে নগদ ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষে আর্থিক সহায়তা পৌঁছে দেন মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার। তিনি বলেন, ‘স্বজন হারানোর বেদনায় প্রতিটি পরিবার স্তব্ধ হয়ে গেছে। শান্তনা দেওয়ার ভাষাও হারিয়েছি আমরা। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের যে কোনো প্রয়োজনে বা সমস্যায় পাশে আছি।’

শুক্রবার দুপুর ১২টার দিকে ধর্মপাশা উপজেলার হলদির হাওর থেকে রতন মিয়া (৩৫) ও একই হাওরের অন্য অংশ থেকে দুপুর আড়াইটার দিকে মনিরা আক্তারের (৫) মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ নিয়ে মোট ১২ জনের লাশ উদ্ধার হলো। রতন মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ইনাতনগর গ্রামের আব্দুল হান্নান অরফে আবু মিয়ার ছেলে এবং মনিরা আক্তার একই গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020