1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
ড্রেজারে মাটি উত্তোলন : সুনামগঞ্জে হুমকির মুখে গ্রাম
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:০০ অপরাহ্ন




ড্রেজারে মাটি উত্তোলন : সুনামগঞ্জে হুমকির মুখে গ্রাম

সুনামগঞ্জ প্রতিনিধি :
    আপডেট : ২৪ মে ২০২৩, ৯:৫০:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগারগাঁও এলাকায় সুরমা নদী সরকারি প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র। দীর্ঘদিন ধরে মাটি উত্তোলন করায় ভাঙ্গছে নদীর পাড়। হুমকির মুখে পড়েছে নদীর তীরবর্তী এলাকার মানুষ।

জানা যায়, দীর্ঘদিন ধরে নৌ-পুলিশ ফাঁড়ির পাশে হাবিবুর রহমান নামে এক ড্রেজার মালিক মাটি উত্তোলন করে আসছেন। তিনি সরকারি প্রতিষ্টানের নামে বিভিন্ন এলাকায় মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। প্রতিবাদ করলে নেমে আসে প্রান নাশের হুমকি। সম্প্রতি এলাকার প্রতিবাদি যুবক ফখরুল ইসলাম মাটি উত্তোলনের প্রতিবাদ করায় মারধরের মুখোমুখি হয়েছেন।

এব্যাপারে তিনি সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। আব্দুস সালাম জানান, আমাদের এলাকা নদী ভাঙ্গন কবলিত এলাকা। ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করায় নদী ভেঙ্গে আমাদের গ্রাম হুমকির মুখে পড়েছে। দ্রুত ড্রেজারে মাটি উত্তোলন বন্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের জোর দাবি জানান তিনি। ফখরুল ইসলাম বলেন ব্রাহ্মণবাড়িয়ার হাবিবুর রহমান প্রভাবশালী ছত্রছায়ায় জগারগাঁও গ্রামে পশ্চিমপাড়ে সরকারি প্রতিষ্ঠানের নামে বে-আইনি ভাবে মাটি উত্তোলন করে আসছেন। তাদেরকে মাটি উত্তোলনের বৈধতা আছে কি-না জানতে চাইলে কোন কাগজপত্র তারা দেখাতে পারে নাই। এমনকি আমি এসব অবৈধ কাজের প্রতিবাদ করায় ড্রেজার সিন্ডিকেট চক্রের লোকজন মোটর সাইকেলযোগে এসে সুরমা ব্রীজের উঠার আগে আমার গতিরোধ করে এবং মারধর শুরু করে।

এ ব্যাপারে আমি সদর থানায় অভিযোগ করেছি। সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন জানান এ ঘটনায় দুইপক্ষই অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020