ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক প্রকল্পের আওতায় দক্ষিণ সুরমার তেলিবাজার পয়েন্ট পর্যন্ত বর্ধিতকরণ এবং সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক’কে ৪ লেনে উন্নীত করার প্রকল্প গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে শনিবার (৬ আগষ্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকা পরিদর্শন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, সিলেটে জেলা প্রশাসক মো: মজিবর রহমান, এবং সড়ক ও মহাসড়ক বিভাগ এবং সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী।