সিলেট-তামাবিল মহাসড়কের ফরফরা এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় ১জন নিহত ও ১জন আহত হয়েছেন। এ ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১টায় ঘটনাটি ঘটে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফরফরা এলাকায়। স্থানীয়রা জানান, সিলেট হতে ফ্রিজ বহনকারী জৈন্তাপুর মুখি দ্রুতগামী এইচপিকআপ গাড়ী ধান ভাঙ্গার মেশিন গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।
এঘটনায় ধানভাঙ্গার মেশিন চালক দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মৃত শুক্কুর আহমদের ছেলে লুৎফুর রহমান (৩৫) এবং সড়কের পাশ্বের বাড়ী ফেরা খড়িকাপুঞ্জি গ্রামের আবু শহিদের স্ত্রী আয়বুন নেছা (৬০) গুরুত্বর আহত হন। স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে আয়বুন নেছাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে এবং গুরুত্বর আহত লুৎফুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে চিকিৎসাধীন অবস্থায় আয়বুন নেছা (৬০) ইবনেসিনা হাসপাতালে মারা যান। আয়বুন নেছার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন তার ছেলে বিলাল আহমদ।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক নিখিল চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনা কবলিত এইচপিকআপ ও ধান ভাঙ্গার মেশিন জব্দ করে হাইওয়ে পুলিশের জিম্মায় দেন।