1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
তারিক কাজীর অভিষেক গোলে বাংলাদেশের জয়
বুধবার, ৩১ মে ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন




তারিক কাজীর অভিষেক গোলে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক :
    আপডেট : ২৫ মার্চ ২০২৩, ৬:৫৪:২৭ অপরাহ্ন

ভুটানী রেফারির ম্যাচ শেষের বাশি। সিলেট জেলা স্টেডিয়ামে উল্লাস। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে ২৭ মাস পর জামালদের জয় তাই র‌্যাংকিংয়ে পেছনে থাকা দলের বিপক্ষে পাওয়া জয়েও উল্লাসটা একটু বেশিই।

২০২০ সালে নেপালের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে দেশের মাটিতে সর্বশেষ জিতেছিল বাংলাদেশ দল। ১৩ নভেম্বর সেই ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জিতেছিল। এরপর নেপালের বিপক্ষে আরেকটি ম্যাচ ড্র হয়। ২০২১ সালে বাংলাদেশ দেশের মাটিতে কোনো ম্যাচ খেলেনি। ২০২২ সালের মার্চে সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ড্র করেছিল। এক বছর পর সেই সিলেটে জয়ের দেখা পেল বাংলাদেশ।

আজকের এই ম্যাচটি বাংলাদেশের জন্য ঐতিহাসিকও। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে এই ম্যাচে খেলেছেন। অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের হয়ে খেলার নজির গড়েছেন এলিটা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আমিনুর রহমান সজীবের বদলি হিসেবে নেমেছেন তিনি। গোলের সুযোগও পেয়েছিলেন দু’টি।

৬২ মিনিটে মতিনের বাড়ানোর বলে গোলরক্ষককে প্রায় একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা গোল মিস করলেও বাংলাদেশ জিতেছে প্রবাসী ফুটবলারের গোলেই। প্রথমার্ধের ৪৩ মিনিটে তারিক কাজীর গোলে লীড নেয় বাংলাদেশ।

অধিনায়ক জামাল ভূইয়ার ফ্রি কিক সিশেলসের ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে তারিকের সামনেই বল পড়ে। মাথা বাড়িয়ে সুন্দরভাবে বল জালে পাঠান তারিক। অপেশাদার দল হলেও সিশেলস ম্যাচে ফেরার চেষ্টা করেছে বারবার। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা বাংলাদেশকে যথেষ্ট চাপে রেখেছে। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দৃঢ়তায় সফরকারী দল ম্যাচে সমতা আনতে পারেনি।

বাংলাদেশ দল ম্যাচ জিতলেও মন খুব একটা জিততে পারেনি। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেও খুব সুন্দর ও গোছালো ফুটবল খেলতে পারেনি। যদিও এই দুই ম্যাচের জন্য সৌদি আরবে দশ দিনের বেশি থেকেছেন জামালরা। সিশেলসের বিপক্ষে আজকের জয় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে খানিকটা চাপমুক্ত রাখবে। কারণ বাংলাদেশের কোচ হয়ে এর আগে তার মাত্র একটিই জয় ছিল। কম্বোডিয়ার মাটিতে কম্বোডিয়াকে হারানোর পর দ্বিতীয়বার ক্যাবরেরা জয়ের স্বাদ পেলেন তিনি।

২৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এই সিরিজের।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020