সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে আগুনে পুড়ে ৫ টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা জানান।
২ আগষ্ট মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার দিকে হঠাৎ করেই তাহিরপুর উপজেলার ব্যস্ততম আনোয়ারপুর বাজারে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এতে ৫ টি বিভিন্ন রকমের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে নবাব মিয়ার হোটেল, মনির মিয়ার জুতার দোকান, আব্দুস সালামের কাপড়ের দোকান, বজলু মিয়ার ফলের দোকান ও একটি সেলুন পুড়ে সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
আগুন লাগার সংবাদ পেয়ে তাহিরপুর সদর থেকে ফায়ার সার্ভিস ও তাহিরপুর থানার পুলিশ ও আশপাশের লোকজন আগুন নেভাতে সক্ষম হন। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও স্পষ্ট করে কেউ বলতে পারেনি।