1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
তাহিরপুরে বজ্রপাতে যুবক নিহত
রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:৪০ পূর্বাহ্ন
তাহিরপুরে বজ্রপাতে যুবক নিহত

বাংলানিউজএনওয়াই ডেস্ক
    আপডেট : ৩০ জুলাই ২০২২, ৭:৩০:৫৭ অপরাহ্ন

তাহিরপুর উপজেলায় বজ্রপাতে শামীম জমাদার (২৫) নামে একজন যুবক নিহত হয়েছে। নিহত শামীম জমাদার পিরিজপুর জেলার মট বাড়িয়া উপজেলার চাপর বাড়িয়া গ্রামের আবুল কালাম জমাদারের ছেলে। শনিবার (৩০জুলাই) সকাল সাড়ে ৯টায় তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের রক্তি নদীর উপর বালুবাহী নৌকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার বালিজুরী ইউনিয়নের রক্তি নদীতে বালুবাহী নৌকায় নিয়ে শামীম জমাদার গত কয়েকদিন পূর্বে বালুবাহী নৌকা শাহীনুর পরিবহন নামে একটি ষ্টিলবডি নৌকা দিয়ে বালু নিতে নিজ জেলা পিরিজপুর থেকে তাহিরপুর উপজেলায় আসেন। তার সাথে নৌকার অন্যান্য চালকও ছিলেন। তবে তিনি নৌকার সুকানির দায়িত্বে ছিলেন।

সকাল সাড়ে ৮টায় দিকে হঠাৎ বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে শামীম জমাদার কে আহত অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো আব্দুল লতিফ তরফদার বজ্রাপাতে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020