সুনামগঞ্জে সম্প্রতি ভয়াবহবন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৭২-৭৫(১৯৭৭) বর্ষের কৃষিবিদগনের উদ্যোগে বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জনকে জনপ্রতি ৫ কেজি নাভী জাতের বীজ হাতে তুলে দেন অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এটি এম ইউনুস মিয়া, এসএম নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কর্মকর্তা বিমল চন্দ্র সোম, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাসান উদ দৌলা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আবুল কাশেম, বাংলাদেশ সীড এসোসিয়েশন তাহিরপুর উপজেলা শাখা সাধারণ সম্পাদক মো : সামায়ুন কবির।