1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুন
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৩৮ অপরাহ্ন
তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

তাহিরপুর প্রতিনিধি :
    আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, ৯:৫৩:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আপন ভাইয়ের হাতে ছোট ভাই নুরুল আমিন (৬০)কে হত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৮ টায় শ্রীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতের ভাই শাহ পরান ও শাহ জালাল জানান, দীর্ঘদিন ধরে পিতার সম্পত্তির ভাগ না দেওয়া নিয়ে ঝগড়া লেগেই থাকত। একাধিকবার বিচার শালিসি হলেও কোনো সমাধান হয়নি। বৃহস্পতিবার সকাল ৮টায় নিজ বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে নিহতের আপন অপর তিন ভাই নুরুল হক (৭০), শাহ আলম (৫০), শাহজাহান (৫৫) তাদের ছেলে মেয়েরা মিলে নুরুল আমিনকে লাঠি দিয়ে পিটিয়ে কিল-ঘুষি মারতে থাকে। এসময় পরিবারের সদস্যরা বাধা দিলেও থামাতে পারেনি। এক পর্যায়ে নুরুল আমিনকে মাটিতে ফেলে রাখে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত নুরুল আমিনের দুই ছেলে তিন মেয়ে রয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তাহিরপুর থানা এসআই নাজমুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গেছেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020