1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
তিন দেশ সফরে মঙ্গলবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী
শনিবার, ১০ জুন ২০২৩, ০২:১২ অপরাহ্ন




তিন দেশ সফরে মঙ্গলবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১০:২৩:০৫ অপরাহ্ন

১৫ দিনের জন্য আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকাল পৌনে ৮টায় বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী ৯ মে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরবেন সরকারপ্রধান।

আজ সোমবার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর তিন দেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানের প্রধানমন্ত্রী কুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২৫-২৮ এপ্রিল জাপানে সরকারি সফর করবেন। এরপর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওয়াশিংটন এবং সেখান থেকে তিনি ব্রিটেনের রাজা চার্লস (৩য়) এবং কুইন কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ৯ মে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

জাপান সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারকের সইয়ের কথা জানান মোমেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাপান পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। ২৬ এপ্রিল তিনি জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হবে।

মোমেন জানান, দুই সরকারপ্রধানের উপস্থিতিতে উভয় দেশের মধ্যে কৃষি, মেট্রোরেল, ইন্ডাস্ট্রিয়াল আপ গ্রেডেশন, শিপ রিসাইক্লিং, কাস্টমস ম্যাটারস, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি, ডিফেন্স কো-অপারেশন, আইসিটি এবং সাইবার সিকিউরিটি কো-অপারেশন নিয়ে সেক্টরে প্রায় ৮টি চুক্তি বা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপর শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত নৈশভোজের মধ্য দিয়ে শীর্ষ বৈঠকের আনুষ্ঠানিকতা শেষ করবেন বলে জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর সফর সফল এবং ফলপ্রসূ হবে বলে আমরা আশাবাদী।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020