ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জ। বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বানভাসি মানুষদের ত্রাণ সহায়তা দিতে আজ সুনামগঞ্জ আসছেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের মহাপরিচালক।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) পৃথক পৃথক সময়ে তারা সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি বেনজীর আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ সুনামগঞ্জে আসছেন। তাদের মধ্যে আইজিপি স্যার তাহিরপুর উপজেলায়, সেনাবাহিনী প্রধান ও র্যাবের মহাপরিচালক সুনামগঞ্জ সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং ত্রাণ বিতরণ করবেন।