1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
তুরস্কের ১০ প্রদেশে ৩ মাস জরুরি অবস্থা
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন
তুরস্কের ১০ প্রদেশে ৩ মাস জরুরি অবস্থা

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ৯:২৩:২৭ অপরাহ্ন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০ প্রদেশে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল সোমবারের শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ার মধ্যে এ ঘোষণা দিয়েছেন তিনি। এরদোগান বলেন, এই ১০ প্রদেশ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। খবর বিবিসির।

এছাড়া, ভূমিকম্পের ফলে বাস্তুচ্যুত মানুষদের জন্য অ্যান্টালিয়ার হোটেলগুলোকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, ভূমিকম্পে শুধু তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা পাঁচ সহস্রাধিক।

প্রসঙ্গত, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর দেশ দুটিতে একাধিকবার আফটারশকের ঘটনা ঘটেছে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020