1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:২১ অপরাহ্ন




তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, ৯:০৮:৪৫ অপরাহ্ন

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশ। এখনো চলছে উদ্ধার কাজ। ভূমিকম্পের ধ্বংসস্তূপ এলাকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

এছাড়া, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার ধ্বংসাবশেষ থেকে এখনো মরদেহ পাওয়া যাচ্ছে। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার। খবর নিউজ এইটিনের।

এদিকে, তুরস্ক ও সিরিয়ার এই দুর্যোগের সময় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসছেন অনেকেই। এবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

তুর্কি গণমাধ্যম তিরানা পোস্টের খবরে বলা হয়, আর্জেন্টাইন তারকার ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’ তুরস্ক ও সিরিয়ার এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি টাকা) দান করার ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, সোমবার ভোররাত চারটা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে; যার গভীরতা ছিল ভূপৃষ্ঠে থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটার নিচে। এরপর একই দিন দুপুরে ও বিকালে আরও দুইবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020