আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচে দলের সঙ্গে থাকলেও তৃতীয় ওয়ানডের জন্য দল থেকে বাদ দেয়া হয়েছে আফিফ হোসেনকে।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজ জেতা হয়নি তাদের। ফলে সিরিজ জেতার জন্য তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে টাইগারদের।
বাংলাদেশের ওয়ানডে দল
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং জাকির হাসান।