1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
তৃতীয় লিঙ্গের জনসংখ্যা সবচেয়ে কম সিলেটে
বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৬:৩৬ অপরাহ্ন
তৃতীয় লিঙ্গের জনসংখ্যা সবচেয়ে কম সিলেটে

স্টাফ রিপোর্ট
    আপডেট : ২৭ জুলাই ২০২২, ১:৪৮:৪৪ অপরাহ্ন

দেশের মধ্যে তৃতীয় লিঙ্গের জনসংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম সিলেট বিভাগে। এমন তথ্য জানা গেছে ‘ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২’ এর প্রাথমিক প্রতিবেদন থেকে।

আজ বুধবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ‘ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২’ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান হয়।

প্রতিবেদন অনুসারে, দেশে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা ১২ হাজার ৬২৯ জন। এর মধ্যে ৪ হাজার ৫৭৭ জনই বাস করেন ঢাকা বিভাগে, যা সর্বোচ্চ।

অন্যদিকে সবচেয়ে কম ৮৪০ জনের বসবাস সিলেট বিভাগে। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় আছেন ১১৪ জন।

অন্য বিভাগগুলোর মধ্যে মধ্যে বরিশাল বিভাগে ৫৬৩ জন, চট্টগ্রামে ২ হাজার ২৬ জন, খুলনায় ১ হাজার ১৪৮ জন, ময়মনসিংহে ৯৭২, রাজশাহীতে ১ হাজার ৫৭৪ আর রংপুরে ৯২৯ জন তৃতীয় লিঙ্গের মানুষ বসবাস করেন।

বাংলাদেশে এবারই প্রথমবারের মতো জনশুমারিতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করা হলো।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020