1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
দক্ষিণ সুনামগঞ্জে ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ ও জমা প্রদান কার্যক্রম
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ন




দক্ষিণ সুনামগঞ্জে ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ ও জমা প্রদান কার্যক্রম

দক্ষিন সুনামগঞ্জ প্রতিনিধি
    আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২:১৮:২৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীদের তথ্য সংগ্রহ ফরম বিতরণ ও জমা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৩ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ কিং ক্যাপে এন্ড রেস্টুরেন্টে দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রমজানুল করিম পাপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সদস্য সুজন আহমের জিসান, ওমর ফারুক।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা মানসুর আহমদ, জসিম বক্স আশিক, সাফওয়ান রহমান, কামরান হোসেন, হারুনুর রশীদ, ইমরান হোসেন, মঈনুল হাসান তালুকদার, আখলাকুল আম্বিয়া ও ওহী আলমগীর প্রমুখ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020