1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
দক্ষিণ সুরমায় ভূমি জালিয়াত চক্রের ১ সদস্য আটক
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন




দক্ষিণ সুরমায় ভূমি জালিয়াত চক্রের ১ সদস্য আটক

স্টাফ রিপোর্ট :
    আপডেট : ২৪ মে ২০২৩, ১০:০৮:৪১ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় পুলিশের দায়েরকৃত মামলায় ভূমি জালিয়াত চক্রের সক্রিয় সদস্য সবুজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর লালাদিঘীরপার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। বুধবার (২৪ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সবুজ বারখলা ১নং রোডের ৩১নং বাসার বাবুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভ‚মি দখলসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। ভূয়া চাঁদাবাজি মামলা দিয়ে পুলিশের তদন্তে প্রমাণিত না হওয়ায় উল্টো সে পুলিশের মামলায় আসামী হয়ে পলাতক ছিল। ফলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে লালাদিঘীরপার থেকে গ্রেফতার করে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার এসআই শেখ মোঃ মিজানুর রহমান জানান, আটক সবুজ আহমদ গত ২০ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় একটি মামলা (নং ০৯) দায়ের করে। এ মামলায় অভিযুক্ত করা হয় কোম্পানীগঞ্জ উপজেলার নতুন পাতরকুল গ্রামের মোঃ সামছুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী নগরীর লামাবাজার এলাকার বাসিন্দা মোঃ লতিফুর রহমান ও তার ভাতিজা ছাবের রহমান এবং একই এলাকার ইব্রাহিমকে। মামলাটি তদন্ত করতে গিয়ে সত্যতা না পেয়ে গত ১০ মে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

এদিকে প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় আসামীদের অব্যাহতি প্রদানের জন্য আদালতকে অনুরোধ করেন। পরে বাদী সবুজ ও তার সহযোগীদের বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের করেন এসআই শেখ মোঃ মিজানুর রহমান।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020